চলতি মৌসুমে লা লিগার শীর্ষস্থান নিয়ে কঠিন লড়াই হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে। একবার বার্সেলোনা এগিয়ে যাচ্ছে তো পরের রিয়াল। ফলে মৌসুমের প্রথম এল ক্লাসিকোর উপর নিভর করছে দুই দলের পয়েন্ট টেবিলের অবস্থান।
রোববার (২৬ অক্টোবর) সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা একে অপরের মুখোমুখি হবে।
সবশেষ গত বছরের অক্টোবরে ঘরের মাঠে বার্সেলোনার বিপক্ষে খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে ৪-০ গোলে হেরেছিল স্বাগতিকরা। এবার ঘরের মাঠে সেই হারের প্রতিশোধ নিতে চাইবে ভিনি-এমবাপ্পেরা। সেই হারের পরও গত মৌসুমে সুপার কাপ ও কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ।
লা লিগায় গত বার্সেলোনার মাটিতেও অভিজ্ঞতাটা ভালো হয়নি রিয়ালের। ৪-৩ গোলে হারতে হয়েছে তাদের। সবমিলিয়ে ৫ এল ক্লাসিকোর ৪টিতেই জিতেছে বার্সেলোনা। তাই এই ম্যাচের আগে মানসিকভাবে এগিয়ে থাকবে কাতালানরা।
তবে নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী জাভি আলোনসো। জয় দিয়েই কোচ হিসেবে নিজের প্রথম এল ক্লাসিকো স্মরণীয় করে রাখতে চান তিনি।
আলোনসো বলেন, এটা এল ক্লাসিকো, বিশেষ একটা ম্যাচ। এই ম্যাচের উত্তাপ অনেক বছর ধরে চলে আসছে সামনেও থাকবে। এই মৌসুমে এটাই প্রথম। আমরা চাই এই ম্যাচের সবটুকু উপভোগ করতে। মাঠে পারফর্ম করে প্রমাণ করতে হবে। নিজেদের সেরাটা দিয়ে মৌসুমের প্রথম এল ক্লাসিকো জয়ের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে চাই।
তবে চলতি মৌসুমের বার্সেলোনার থেকে ২ পয়েন্ট এগিয়ে থেকে টেবিলের সিংহাসনে রয়েছে রিয়াল। আর ২২ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে বার্সেলোনা। এল ক্লাসিকোতে জয় পেলেই এগিয়ে যাবে। তবে রিয়ালের ঘরের মাঠে কাজটা সহজ হবে না কাতালানদের জন্য।
সেই সঙ্গে হান্সি ফ্লিকের ডাগ আউটে না থাকার চাপ নতুন করে ভাবাচ্ছে বার্সেলোনা। তার বদলী হিসেবে থাকবেন সহকারী কোচ মার্কো জরগেস।
ক্লাসিকো নিয়ে তিনি বলেন, আমরা ম্যাচ ভালোভাবে পর্যালোচনা করেছি। হারলে তা থেকে আপনি শিখতে পারবেন। এখন আমাদের হাতে সমাধান আছে। খেলোয়াড়রা এখন বল হারায় না বললেই চলে।
কুশল/সাএ
সর্বশেষ খবর