শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় পানিতে ডুবে দুই শিশু এবং নকলা উপজেলায় ভ্যান গাড়ির ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পরে আরও এক শিশু মিলে মোট তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) ও রোববার (২৬ অক্টোবর) নালিতাবাড়ী উপজেলার নন্নী উত্তরবন্দ, একই উপজেলার গোজাকুড়া নলকুড়া এবং নকলা উপজেলার শিববাড়ি মোড় এলাকায় এসব পৃথক দুর্ঘটনা ঘটে।
সুত্রে জানা গেছে, বিকেলে বাড়ির উঠানে পানির বোতল নিয়ে খেলছিল এক বছর বয়সী শিশু লাবিব। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। পরে তাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে দাদা রেজাউল করিম পুকুরে নেমে লাবিবের মরদেহ উদ্ধার করেন।
এদিকে, একই উপজেলার মরিচপুরান ইউনিয়নের গোজাকুড়া নলকুড়া এলাকায় রোববার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল দুই বছর বয়সী কন্যাশিশু মরিয়ম। পরিবারের সবার অগোচরে সে পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটির নানা আব্দুল গণি পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় মরিয়মকে পানিতে ভাসতে দেখেন। পরে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও নকলা উপজেলার শিববাড়ি মোড় এলাকায় রোববার সকালে সড়ক দুর্ঘটনায় নূর হাবিবা রিয়ানা নামে পাঁচ মাস বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। সে নকলা উপজেলার পিঁপড়ী গ্রামের শিক্ষক দম্পতি হানিফ উদ্দিন ও রূপালী বেগমের মেয়ে।
আরো জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে শিশুটির মা রূপালী বেগম কন্যাকে কোলে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা করে ছত্রকোনা মোফাজ্জলিয়া দাখিল মাদরাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যান গাড়ি অটোরিকশাটিকে ধাক্কা দিলে মা-মেয়ে দু’জনেই ছিটকে পড়ে হন। পরে তাদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা ও নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর