রাজবাড়ীর পাংশা পৌর শহরের আজিজ সরদার বাসস্ট্যান্ডের পাশে আজিজপুর রশীদিয়া কাওমিয়া মাদ্রাসার হেফজ শাখা থেকে এ বছর ১৪ জন হাফেজ শিক্ষার্থী হেফজ শেষ করেছেন।
আগামী ৮ নভেম্বর শনিবার আজিজপুর রশীদিয়া কাওমিয়া মাদ্রাসার ২৪ তম বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিল থেকে ১৪ জন হাফেজে কুরআনদের কে পাগড়ি প্রদান করা হবে বলে জানিয়েছেন আজিজপুর রশীদিয়া কাওমিয়া মাদ্রাসার নায়েবে মুহতামীম মাওলানা আব্দুল আলীম।
বর্তমানে এ মাদ্রাসার বিভিন্ন বিভাগে আবাসিক অনাবাসিক ২ ১০ জন শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছেন।
আগামী ৮ নভেম্বর শনিবার আজিজপুর রশীদিয়া কাওমিয়া মাদ্রাসার ২৪ তম বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসাবে তাফসীর পেশ করবেন ঢাকা জামিয়া তালিমিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহা: হাফীজুর রহমান [ কুয়াকাটা], বিশেষ মেহমান ইসলামি সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি প্রখ্যাত গজল শিল্পী আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করবেন প্রতিষ্ঠানের সভাপতি সামসুল আলম আকুল।
এই দ্বীনি প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন ধরে সুনামের সাথে দ্বীনি শিক্ষা প্রচার প্রসারে কাজ করে যাচ্ছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর