বরগুনার আমতলীতে ইসলামী আন্দোলনের ৩০০ নেতা-কর্মীর বিএনপিতে যোগদানের খবর মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
রবিবার (২৬ অক্টোবর) আমতলী উপজেলা সদর রোডের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন ইসলামী আন্দোলন আমতলী উপজেলা শাখার সভাপতি মুফতি ওমর ফারুক জিহাদী।
তিনি বলেন, বিএনপিতে যোগ দেওয়া নাসির উদ্দিন হাওলাদারকে গত ৫ অক্টোবর দল থেকে বহিষ্কার করা হয়েছে। সে আমাদের কেউ না। ইসলামী আন্দোলনের ৩০০ নেতা-কর্মীর যোগদানের খবর সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
মুফতি ওমর ফারুক আরও জানান, বহিষ্কৃত নাসির উদ্দিনের সঙ্গে মাত্র ৩–৪ জন কর্মী থাকতে পারে, বাকিরা বিএনপি ও আওয়ামী লীগের লোকজন। ওদের মাথায় পাঁচ কল্লি টুপি পরিয়ে ইসলামী আন্দোলনের কর্মী সাজানো হয়েছে, বলেন তিনি।
সংগঠনের সাধারণ সম্পাদক গাজী মো. বায়েজিদ বিএনপিকে মিথ্যাচার বন্ধের আহ্বান জানিয়ে বলেন, আমরা আল্লাহর আইনের বাস্তবায়নে কাজ করছি, এখানে ভুয়া প্রচারণার কোনো স্থান নেই।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন আমতলী উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মো. কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক হাফেজ ইউসুব মাতুব্বর, শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি কামাল হোসেন বয়াতী, যুব আন্দোলনের সভাপতি হাফেজ খালেদ মো. সাইফুল্লাহ ও ছাত্র আন্দোলনের সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।
কুশল/সাএ
সর্বশেষ খবর