কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে পাহাড় ও বাড়ি থেকে নারী ও শিশুসহ ১৯ জন মানবপাচারের শিকার ভুক্তভোগীকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় চার মানবপাচারকারীকে আটক করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) দিনগত রাতে এসব অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা। রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিজিবির টেকনাফস্থ ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া ও দক্ষিণ লম্বরী এলাকায় অভিযান চালানো হয়।
তিনি বলেন, নোয়াখালী পাড়ার আবু তাহেরের বাড়ি এবং দক্ষিণ লম্বরীর মোহাম্মদ শফির বাড়িতে মানবপাচার চক্রের সদস্যরা কয়েকজনকে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রেখেছিল। শনিবার রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে প্রথম বাড়ি থেকে আটজন ভুক্তভোগীকে উদ্ধার ও দুজন পাচারকারীকে আটক করা হয়। একই রাতে দেড়টার দিকে দ্বিতীয় বাড়ি থেকে আরও ছয়জনকে উদ্ধার ও মূল অভিযুক্ত মোহাম্মদ শফিকে গ্রেপ্তার করা হয়।
বিজিবির অভিযানে আটক তিনজন হলেন, বাহারছড়ার বড় ডেইল এলাকার আবু তাহের (৬৯), তার স্ত্রী দিলদার বেগম (৩৮) এবং টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ার মোহাম্মদ শফি (৩২)। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে নিয়মিত মামলা হয়েছে বলে জানান লে. কর্নেল আশিকুর রহমান।
অন্যদিকে, একই রাতে টেকনাফের হাবিরছড়া সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ পাঁচজনকে উদ্ধার করা হয়। এ সময় মানবপাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়।
কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ নারী ও ১ শিশুসহ মোট ৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ সময় পাচারকারী হাবিবছড়া এলাকার আব্দুস সালামের ছেলে মোহাম্মদ হাসান (৫৫) কে আটক করা হয়।
তিনি বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ চক্র অল্প খরচে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে তাদের টেকনাফে নিয়ে আসে। এরপর পাহাড়ি এলাকায় বন্দি রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের চেষ্টা চালানো হতো।
কোস্ট গার্ড জানায়, উদ্ধার ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত ও আটক পাচারকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রক্রিয়া চলছে।
বিজিবি ও কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, টেকনাফ কেন্দ্রিক মানবপাচার রোধে সাম্প্রতিক সময়ে অভিযান জোরদার করা হয়েছে। গত এক মাসে এসব অভিযানে ৪০৮ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৫১ জন পাচারকারীকে আটক করা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর