বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পালন করেছে বরগুনা জেলা যুবদল। যুবদলের আয়োজন সফল করতে সংগঠনটির হাজার হাজার নেতা কর্মী অংশ গ্রহণ করে।
সকালে শহরের বিএনপি সড়কে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। এরপর দলীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বেলা সাড়ে এগোরাটায় দলীয় কার্যালয় থেকে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে। পরে বরগুনা প্রেসক্লাব চত্বরে মিজান টাওয়ারের নীচে সমাবেশ করে।
বরগুনা জেলা যুবদল সভাপতি কামরুজ্জামান জাহিদ মোল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বরগুনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুল হক মাস্টার, সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি এজেডএম সালেহ ফারুক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট রেজবুল কবির, সদর উপজেলা বিএনপির আহবায়ক তালিমুল ইসলাম পলাশ, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, সাবেক জেলা যুবদলের সভাপতি হাবিবুর রহমান পান্না, কৃষক দলের সভাপতি মনসুর আহমেদ, কেন্দ্রীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মুরাদ খান, যুবদল নেতা সহ প্রমুখ। সমাবেশ সঞ্চলনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর