জামালপুরে সড়ক দূর্ঘটনায় নারীসহ চারজন নিহত এবং শিশুসহ আরও ৪ জন আহত হয়েছে বলে জানাগেছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ঢাকা-জামালপুর মহাসড়কে দিগপাইত ইপিজেড এলাকায় জামালপুর থেকে ধনবাড়ীগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর পূর্বপাড়া গ্রামের হায়দার আলীর পুত্র পলিটেকনিক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম রাশেদ (২২), আরিফা আক্তার পলি ( ২৪), রাশেদ মিয়া (১৮) ও জামালপুর সদর উপজেলার চাঁন মিয়া (৬০) নিহত হন। মুমূর্ষু অবস্থায় শিশুসহ ৪ জনকে জামালপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত আরিফার স্বজনরা জানায়, অনার্স ইনকোর্স পরীক্ষা দেওয়ার জন্য তার ছেলেকে নিয়ে অটোরিকশা করে কলেজে যাচ্ছিলেন। ইপিজেড এলাকায় সড়ক দুর্ঘটনায় আরিফা মারা যান। তার পাঁচ বছরের পুত্র সন্তান গুরুতর আহত হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
কুশল/সাএ
সর্বশেষ খবর