জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে সারা দেশের ন্যায় বরগুনায় বিক্ষোভ ও সমাবেশ করেছেন আজ বিকেল পাঁচ টায় বরগুনা মিজান টাওয়ারের সামনে বরগুনা বাংলাদেশ জামায়াতে ইসলামী,,ও তার অঙ্গ সংগঠন।
এ সময় উপস্থিত ছিলেন, বরগুনা জেলা জামায়াতে ইসলামীর আমির মো. মহিবুল্লাহ হারুন, নায়েবে আমির মাও আফজালুর রহমান,জেলা সেক্রেটারী আসাদুজ্জামান আল মামুন,সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল মান্নান, প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা বলেন,“গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা পাঁচ দফা দাবি উত্থাপন করেছি। ‘জুলাই সনদের আইনগত ভিত্তি এবং পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না। পাশাপাশি গণহত্যার বিচার ও নির্বাচনে সমান সুযোগ সৃষ্টির দাবি তুলে ধরা হয়।
পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন; সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
কুশল/সাএ
সর্বশেষ খবর