কাউকে মনোনয়ন দেওয়া হয়নি সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের নির্বাচন করতে বলেছেন। এ বারের ভোট হবে সচ্ছ, মানুষ ১৫ বছর ভোট দিতে পারেনি তাই মানুষের কাছে যেতে হবে অনুরোধ করতে হবে, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আমাদের ঐক্যের কোন বিকল্প নেই, একসাথে থেকে ধানের শীষের কান্ডারী যে হোক তার জন্য কাজ করতে হবে।
গুনশান কার্যলয়ে আমাদের কারো কথা বলার সুযোগ ছিল না, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান সাহেব দিক নির্দেশনা দিয়েছেন আমরা যেন ঐক্য বন্ধ থাকি। আমাদের জেলা থেকে ৬ জন প্রার্থী ছিলাম এর বাইরে আরো প্রার্থী রয়েছে প্রতিযোগিতায় যে পাবে আমরা সকলে মিলে ধানের শীষের কান্ডারীকে বিজয়ী করব।
সোমবার সন্ধ্যায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মী ও সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে এসব কথা বলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাজবাড়ী -২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হারুন অর রশীদ এসব কথা বলেন।
পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো চাদ আলী খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহ সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, শরিফুল ইসলাম মিষ্টি, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকুসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী গন উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর