সিরাজগঞ্জে বিশিষ্ট লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ সিরজাগঞ্জ জেলা কমিটির অন্যতম সদস্য কমরেড মনিরুজ্জামান খান মনি (৬০) ট্রেনের ধাক্কায় নিহত হয়েছে। সোমবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার সদানন্দপুর শহীদ এম. মনসুর আলী রেল স্টেশনে ট্রেনের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই সে মারা যায়।
কমরেড মনিরুজ্জামান খান মনি সিরজাগঞ্জ শহরের মুজিব সড়কস্থ মৃত আব্দুল আজিজ খানের ছেলে। তার মৃত্যুতের সাংবাদিক সমাজ, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্য শোকের ছায়া নেমে এসেছে। কমরেড মনিরুজ্জামান মনি দৈনিক সিরাজগঞ্জ বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক, কালচারাল স্কুল ‘অন্যভূবন’, অন্যভূবন মর্ডাণ ইংলিশ’ স্কুলের স্বত্বাধিকারী ছিলেন।
জিআরপি থানার ওসি জানান, নিহত মনিরুজ্জামান মনির কড্ডার মোড় শহীদ এম. মনসুর আলী রেললাইন পার হবার সময় লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। মরদেহ উদ্ধারের পর পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর