সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যৌতুকের জন্য স্ত্রী হত্যার অভিযোগে স্বামী নাজমুল হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা অর্থদন্ড ও অনাদায়ে ৩ মাসের কারাদন্ড দেয়া হয়েছে।
সোমবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যূনাল-২-এর বিচারক বেগম সালমা খাতুন আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।দন্ডপ্রাপ্ত নাজমুল হোসেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আকনাদিঘী গ্রামের নজরুল ইসলামের ছেলে।
মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, প্রেমের সর্ম্পকে ২০২১ সালের ১৩ নভেম্বর নাজমুল হোসেন বাড়ির পাশের মীম খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর থেকে নাজমুল হোসেন স্ত্রীর কাছে ১ লাখ টাকার জন্য চাপ দিতে থাকে।
এ অবস্থায় ২০২২ সালের ৬ এপ্রিল মীমকে মারধর করে হত্যা করা হয়। এই ঘটনায় মীমের বাবা রাসেল মিয়া বাদী হয়ে থানায় ৯ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক নাজমুল হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড ও বাকি তিনজনকে বেকসুর খালাস প্রদান করেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর