বগুড়ায় হাবিবুর রহমান খোকন (৩৭) নামের এক হোটেল ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।এ সময় বাধন নামের আরেককে কুপিয়ে আহত করা হয়েছে। সোমবার রাত পৌনে ৯টায় শহরের সেউজগাড়ী পালপাড়া ইসকন মন্দির সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান খোকন মালতিনগর দক্ষিণপাড়ার কামাল হোসেনের ছেলে।
জানা গেছে, নিহত খোকন ও আহত বাধন দুটি মোটর সাইকেল যোগে যাচ্ছিলেন। পথিমধ্যে পালপাড়া ইসকন মন্দিরের সামনে তাদের মোটর সাইকেল পৌছলে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্রসহ তাদেরকে ধাওয়া করে। মোটর সাইকেল চলন্ত থাকা অবস্থায় তাদেরকে পেছন থেকে দা দিয়ে চোট দিলে তারা মোটর সাইকেল থেকে পরে যায়।
এ সময় দুর্বৃত্তরা খোকনের মাথা, চোয়ালসহ বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় কুপিয়ে ঘটনাস্থলেই মৃতু্য নিশ্চিত করে পালিয়ে যায়। অপরজন বাধন দুর্বৃত্তদের কোপ খেয়ে কিছু দূর পালিয়ে যায়। দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করে। বাধনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির বলেন, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের হাসপাতালের মর্গে রয়েছে। আহত বাধন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তবে সে গুরুতর আহত নন। ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর