রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধে ১,৩৪২তম দিনে দক্ষিণ ও পূর্ব ইউক্রেনজুড়ে তীব্র লড়াই এবং নতুন করে প্রাণহানির খবর পাওয়া গেছে। একই সঙ্গে, পরমাণু অস্ত্র পরীক্ষা ও যুদ্ধবিরতি নিয়ে নতুন করে কূটনৈতিক উত্তেজনাও দেখা দিয়েছে।
সংঘাতের সাম্প্রতিক অবস্থা
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলে রুশ হামলায় ৪৪ বছর বয়সী এক ব্যক্তি নিহত এবং কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন গভর্নর ইভান ফেদোরভ।
রবিবারের হামলায় দোনেৎস্কে দুইজন এবং সুমি অঞ্চলে ৬৯ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। সুমি পুলিশ জানায়, সেখানে আরও ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে।
ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা (HUR) দাবি করেছে, তারা একটি নির্দেশিত বোমা হামলায় রুশ জেনারেলের ছেলে লেফটেন্যান্ট ভাসিলি মারজোয়েভকে হত্যা করেছে। তবে আল জাজিরা এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিএএসএস জানায়, ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার ব্রিয়ানস্ক অঞ্চলের পোগার গ্রামে একটি মিনিবাসে চালক নিহত ও পাঁচ যাত্রী আহত হয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের সেনারা ইউক্রেনের ইহোরিভকা, নভোমিকোলাইভকা ও প্রিভোলনোয়ে গ্রাম দখল করেছে। তবে ইউক্রেনের সরকারি সংস্থা উক্রইনফর্ম জানিয়েছে, এসব এলাকা তারা পুনরুদ্ধার করেছে।
এছাড়া, রাশিয়া গত ২৪ ঘণ্টায় ৩৫০টি ইউক্রেনীয় ড্রোন, দুইটি গাইডেড মিসাইল ও সাতটি রকেট ভূপাতিত করার দাবি করেছে।
জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, রুশ ড্রোন হামলাগুলোকে বেসামরিকদের এলাকা ছাড়তে বাধ্য করার “সমন্বিত নীতি”র অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা “মানবতার বিরুদ্ধে অপরাধ” হিসেবে গণ্য হতে পারে।
কূটনীতি ও রাজনীতি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উচিত যুদ্ধ বন্ধ করা, পরমাণু অস্ত্র পরীক্ষা নয়। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক সাবমেরিন রাশিয়ার উপকূলে অবস্থান করছে।
পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, বুরেভেসনিক মিসাইল পরীক্ষার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার কোনো কারণ নেই।
নরওয়ের সামরিক গোয়েন্দা সংস্থা জানিয়েছে, রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা বারেন্টস সাগরের নভায়া জেমলিয়া অঞ্চল থেকে চালানো হয়েছে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-কে বলেন, যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলো আগামী ১০ দিনের মধ্যে যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে কাজ শুরু করতে সম্মত হয়েছে।
পুতিন সোমবার একটি আইন স্বাক্ষর করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্লুটোনিয়াম নিষ্পত্তি চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করেছেন, যা পরমাণু অস্ত্র উৎপাদন নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে করা হয়েছিল।
উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই সোমবার মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক করেন। উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম কেসিএনএ জানায়, বৈঠকে দুই দেশের মধ্যে “ভবিষ্যৎ প্রকল্প ও সহযোগিতা বাড়ানোর” বিষয়ে আলোচনা হয়।
অন্যদিকে, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান আগামী সপ্তাহে ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। বৈঠকে রুশ তেল কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা এবং ইউরোপে জ্বালানি সরবরাহ ইস্যু নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজিয়ার্টো।
আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি
লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী ইঙ্গা রুগিনিয়েনে জানিয়েছেন, তাদের দেশ বেলারুশ সীমান্ত থেকে আসা ‘স্মাগলার বেলুন’ গুলি করে নামানো শুরু করবে, কারণ এসব বেলুন নিয়মিত আকাশসীমা লঙ্ঘন করছে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেছেন, এসব বেলুন ইউরোপীয় নিরাপত্তার জন্য “হাইব্রিড হুমকি” এবং ইউরোপীয় ইউনিয়নের পূর্ব সীমান্তে নজরদারি জোরদার করা জরুরি।
অস্ত্র ও প্রযুক্তি
ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগ এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও অস্ত্রে ব্যবহৃত ৬৮টি বিদেশি প্রযুক্তিগত উপাদান পাওয়া গেছে, যা এসেছে চীন, জাপান, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, তাইওয়ান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে।
সূত্র: আল জাজিরা, রয়টার্স ও এপি নিউজ |
সাজু/নিএ
সর্বশেষ খবর