রাজবাড়ীর পাংশার মৌরাট ইউনিয়নের দত্তের বাজারে পাংশা নাদুড়িয়া রোডে নসিমনের ধাক্কায় ছিবারন (৭০) নামে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত ছিবারন উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভুরকুলিয়া গ্রামের আসমত মোল্লার স্ত্রী।
জানা যায়, মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৯ টার দিকে দত্তের বাজারের পূর্ব পার্শ্বে একটি একটি স্যানিটারী দোকান থেকে বের হয়ে রাস্তায় উঠলে পাট্টা গামী একটি মাল বোঝাই নসিমন এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ছিবারনের মৃত্যু হয়।
ঘটনার পর নসিমনের ড্রাইভার পালিয়ে যায় বলে জানাগেছে।
পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ সালাউদ্দিন আহমেদ বলেন সংবাদ পেয়ে পাংশা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে পরবর্তি আইনানুগ ব্যাবস্থা পক্রিয়াধীন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর