নড়াইলের কালিয়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় সেচ্ছাসেবক দলের একনেতা নিহত হয়েছেন। নিহতের নাম মাসুদ শেখ (৫০)।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার রাতে প্রতিপক্ষের হামলায় তিনি গুরুতর আহত হন।
নিহত মাসুদ শেখ কালিয়া উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের শুক্তগ্রামের সবর শেখের ছেলে। তিনি ওই ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (২৭ অক্টোবর) সন্ধায় মাসুদ শেখ স্থানীয় শুক্তগ্রাম মোড়ের বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এসময় শুক্তগ্রাম গোরস্থান এলাকায় পৌছালে একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয় ও স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। এছাড়া ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিবেশ বর্তমানে স্বাভাবিক রয়েছে।’
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর