কিশোরগঞ্জ জেলার ভৈরবে রেলওয়ে স্টেশনে উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলার ঘটনায় অজ্ঞাতপরিচয় দেড়শ জনকে আসামি করে মামলা করেছেন রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ।
এই ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। সোমবার রাতে ভৈরব রেলওয়ে থানায় এই মামলা করা হয়।
এ ঘটনায় আটককৃতরা- মো. সাজন (১৭), মো. ফাহিম (১৮) ও এক কিশোর (১৭)।
এজাহার সূত্রে জানা যায়, ভৈরব বাজার জংশন রেলওয়ে স্টেশনে ভৈরবকে ৬৫তম জেলা ঘোষণার দাবিতে 'পল্লী জাগরণী সংঘ' নামে একটি স্থানীয় সংগঠনের ২০০-২৫০ জন সদস্য বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে ১ নম্বর প্লাটফর্মের ফুটওভার ব্রিজ সংলগ্ন ১ নম্বর লাইন অবরোধ করেন।
এসময় ভৈরব রেলওয়ে স্টেশনে আটকে থাকা উপকূল এক্সপ্রেস ঢাকার দিকে চলতে শুরু করলে অবরোধকারীদের ১০০-১৫০ জন দলবদ্ধভাবে প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন, ঘটনাস্থলে ত্রাস সৃষ্টি করে ট্রেনের যাত্রীদের জনমনে আতঙ্ক ও ভীতি সঞ্চার করে অতর্কিতভাবে ট্রেনের ইঞ্জিন ও বগি লক্ষ্য করে রেললাইন ও প্লাটফর্মে থাকা ইট-পাথর নিক্ষেপ করে।
এতে ট্রেনের ইঞ্জিন কোচের একটি লুকিং গ্লাস, একটি হেডলাইট, একটি সাইড গ্লাস, গার্ডরুমের একটি গ্লাস ও খাবার বগির দুটি গ্লাসসহ ট্রেনের ইঞ্জিনের ওপরের বিভিন্ন স্থানের রং চটা হয়ে আনুমানিক দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ জানান, জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধের সময় দীর্ঘক্ষণ স্টেশনে ট্রেন আটকে অবরোধ কর্মসূচির শেষের দিকে হঠাৎ করে বৃষ্টির মতো ট্রেনে পাথর ছোড়া হয়।
এ ঘটনার ভিডিও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে রাষ্ট্রীয় সম্পত্তি ক্ষয়ক্ষতি ও যাত্রীদের ভয়ভীতি দেখানোর অভিযোগে ভৈরব রেলওয়ে থানায় তার মাধ্যমে অজ্ঞাত দেড়শ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এরই প্রেক্ষিতে গতকাল রাতে অভিযান চালিয়ে ঘটনার জড়িত ৩ জনকে আটক করা হয়েছে।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ আহমেদ জানান, সোমবার রেলওয়ে স্টেশনে রেলপথ অবরোধ কর্মসূচি পালনের সময় ঢাকাগামী উপকূল এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় অজ্ঞাতপরিচয় দেড়শ জনকে আসামি করে একটি মামলা হয়েছে।
এ ঘটনায় প্রকৃত জড়িতদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর