সুনামগঞ্জের তাহিরপুরে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৬ টি ফামেসীকে অর্থ দন্ড প্রদান করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ আলম শান্তনু।
মঙ্গলবার দুপুরে উপজেলার হাসপাতালের সামনে থাকা ফার্মেসী গুলোতে এই অভিযান পরিচালিত হয়।
জানাগেছে,ঔষধ প্রশাসন অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় ফিজিসিয়ানস স্যাম্পল এবং মেয়াদউত্তীর্ণ ঔষধ প্রদর্শন ও বিক্রির অপরাধে ৬টি ফার্মেসিকে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অভিযানের সময় বিপুল পরিমাণ ফিজিসিয়ানস স্যাম্পল ও মেয়াদউত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়।
এ সময় মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন সুনামগঞ্জ ঔষধ তত্ত্বাবধায়ক মিঠুন সাহা। এসয়ম সংশ্লিষ্ট কর্মকর্তাসহ তাহিরপুর থানার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ আলম শান্তনু জানান,সবাইকে আইন মেনেই ব্যবসা করতে হবে,অনিয়ম প্রতিরোধে ও জনস্বার্থে এ ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর