বরগুনা সদরের মাছ বাজার সংলগ্ন মোড়ে যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় বরগুনা পৌর শহরের মাছ বাজার সংলগ্ন তিন রাস্তা মোরের সড়কে দেড় ঘন্টা ব্যপি চেক পোস্ট পরিচালনা করা হয়।
এ সময় লেফটেন্যান্ট মো: ফয়সাল রহমান এর নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট ০১ টি সেকশন ও বরগুনা সদর থানার ট্রাফিক পুলিশের ০৩ জন সদস্যের সমন্বয়ে একটি যৌথবাহিনী চেকপোস্ট কার্যক্রম পরিচালনা হয়।
চেকপোস্ট চলাকালীন সময়ে সিএনজি, মাহেন্দ্র, মাইক্রো ও মোটর সাইকেলের হেলমেট, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও সন্দেহভাজন ব্যক্তিবর্গকে তল্লাশি করা হয়। তল্লাশী, মামলা, আটক ও জরিমানাকৃত যানবাহনসমূহের মধ্যে ৬৪ টি মোটর সাইকেল, সিএনজি ০১টি রয়েছে।
চেকপোস্ট অভিযান চলাকালীন ০৯টি মামলার বিপরীতে ৪১ হাজার টাকা জরিমানা করা হয় এবং বৈধ কাগজপত্র না থাকায় ০৩ টি মোটর সাইকেল জব্দ করা হয়।
লেফটেন্যান্ট মো: ফয়সাল রহমান জানান সড়কে চালকদের সচেতনতা, অপরাধ দমনে আমাদের এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর