খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়িতে ৪ হাজার ঘনফুট অবৈধ কাঠ জব্দ করেছে লক্ষ্মীছড়ি জোনের সেনা সদস্যরা। যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকা।
বুধবার (২৯ অক্টোবর) লক্ষ্মীছড়ি জোনের বর্মাছড়িমুখ বাজার সংলগ্ন দেওয়ানপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ অবৈধ কাঠ জব্দ করা হয়।
পাচারকারীরা সেনা টহলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে উদ্ধারকৃত কাঠ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
সাম্প্রতিক ঘটনা পর্যালোচনায় নিশ্চিতভাবে এই অবৈধ কাঠ পাচারের সাথে ইউপিডিএফ এর সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে।
সম্প্রতি বর্মাছড়িমুখ এলাকায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি নিয়ে অপপ্রচার চালায় ইউপিডিএফ। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বর্মাছড়ি এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা নেই বলে তারা মিথ্যা তথ্য প্রচার করে। কিন্তু বাস্তবে, ঐ এলাকায় সশস্ত্র সন্ত্রাসী ও অবৈধ চোরাচালানের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর নিয়মিত আভিযানিক কর্মকান্ড ইউপিডিএফ এর বেআইনি কর্মকাণ্ডের জন্য হুমকি ও বাঁধাস্বরূপ বলেই প্রতীয়মান হয়।
সেনাবাহিনী জানান, জনগণের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে তারা বদ্ধপরিকর। তাদের এ ধারা অব্যাহত থাকবে বলেও জানায় সেনাবাহিনী।
সাজু/নিএ
সর্বশেষ খবর