 
          
 
ঢাকার কেরানীগঞ্জে কমফোর্ট হোম নামে একটি ফোম তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে কারখানার ভেতরে থাকা তৈরি ফোম, মেশিনারিজ ও কাঁচামালসহ তিনটি ইন্ডাস্ট্রিয়াল শেড পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও কারখানার পাশে থাকা একটি মাইক্রোবাস ও মালামাল পরিবহনের একটি পিকআপ ভ্যান ভস্মীভূত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর ) দুপুর ১টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন রুহিতপুর ইউনিয়নের নতুন সোনাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ সময় জুম্মার নামাজের বিরতি থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় কারখানায় থাকা পাঁচটি ইন্ডাস্ট্রিয়াল শেডের মধ্যে তিনটি শেড পুড়ে গেছে এবং দুটি শেড আমরা রক্ষা করতে পেরেছি।
কারখানার ভেতরে ইন্ডাস্ট্রিয়াল শেড সংস্কারের জন্য ওয়েল্ডিং এর কাজ করার সময় আগুনের ফুলকি গিয়ে তৈরি ফোমের উপর পড়লে আগুনের সূত্রপাত হয়। ফোম তৈরির কাঁচামাল ও বিভিন্ন জাতীয় কেমিক্যাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।
তাৎক্ষণিক এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তবে মালিকপক্ষ প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে।
মুনতাসির/সাএ
 সর্বশেষ খবর