 
          
 
ভারতে রাসায়নিক সার পাচারের বড় একটি চেষ্টাকে ব্যর্থ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। ধারাবাহিক অভিযানে ব্যাটালিয়নের সদস্যরা মোট ২৪৫ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে, যার আনুমানিক বাজারমূল্য ৩ লক্ষ ৪০ হাজার ৮শত টাকা।
বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩১ অক্টোবর) সকালে কুলাঘাট বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে ৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। এর আগে গত ২৬ সেপ্টেম্বর ১৫২ বস্তা ইউরিয়া সার ও ৭৬ বস্তা ডিএপি সার এবং ৪ অক্টোবর ৪ বস্তা ইউরিয়া ও ৮ বস্তা ডিএপি সার জব্দ করে ১৫ বিজিবি।
বিজিবি জানায়, লালমনিরহাট জেলা থেকে সীমান্ত পথে এসব সার ভারতে পাচারের চেষ্টা চলছিল। তবে তাদের তৎপরতায় পাচারকারীরা সার ফেলে পালিয়ে যায়। পরে জব্দকৃত সারসমূহ লালমনিরহাট কাস্টমসের মাধ্যমে জেলা কৃষি কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, লালমনিরহাট জেলা হতে রাসায়নিক সার সীমান্ত দিয়ে ভারতে পাচার রোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। জেলার কৃষকরা যেন ন্যায্যমূল্যে সার পেতে পারেন, সে জন্য বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, পাচার রোধে জনগণের সহযোগিতা গুরুত্বপূর্ণ, এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখা হবে।
কুশল/সাএ
 সর্বশেষ খবর
  জেলার খবর এর সর্বশেষ খবর