 
          
 
অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালেদ হোসেন বলেছেন, সৌদি আরবে হজ এজেন্সিগুলোর আটকে থাকা ৩৯ কোটি টাকা ফেরত এনে তাদের দেওয়া হয়েছে। তাঁর মন্ত্রণালয়ের কেউ দুর্নীতিমূলক কাজ করবে না বলে তিনি দৃঢ়ভাবে জানিয়েছেন।
উপদেষ্টা বলেন, ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয়। তারপরেও আমরা চেষ্টা করেছি একটি স্বচ্ছ সরকারি প্রশাসন তৈরিতে সক্ষম হয়েছি। তিনি আরও বলেন, তাঁর কর্মকর্তারা যাতে দুর্নীতি না করে, সে বিষয়ে তিনি সচেষ্ট আছেন।
উপদেষ্টা আজ শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড়ের দারুল উলুম মদিনাতুল ইসলাম মাদ্রাসায় শানে রিসালাত সম্মেলন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
গাজীপুরের মাওলানা মহিবুল্লাহ নিখোঁজ ও উদ্ধার বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিষয়টি সরকারের বিভিন্ন সংস্থার তদন্ত চলছে। তদন্ত শেষ হলে আমরা মন্তব্য করব। 
এর আগে ওই মাদ্রাসায় পঞ্চগড়ের তৌহিদি জনতার উদ্যোগে শানে রিসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এ সময় সম্মেলনের সভাপতি মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে স্থানীয় জামায়াতে ইসলামীর আমির মাওলানা অধ্যাপক ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় মাওলানা মাহমুদুল ইসলাম পঞ্চগড়ের তৌহিদি জনতার পক্ষে ১২ দফা স্মারকলিপি উপদেষ্টার হাতে তুলে দেন। সেই সঙ্গে পঞ্চগড়ে আগমন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল এবং ইসলামী সংগঠন উপদেষ্টাকে ক্রেস্ট এবং ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায়। পরে শানে রিসালাত সম্মেলনের সভাপতি আব্দুল হান্নানের বক্তব্য শেষে উপদেষ্টা খালেদ হোসেন মোনাজাত করেন। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন ধর্ম উপদেষ্টা।
কুশল/সাএ
 সর্বশেষ খবর
  জেলার খবর এর সর্বশেষ খবর