 
          
 
ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মো. মুজাহিদ বেগ বলেছেন, আমি এমপি নির্বাচিত হলে আমার কাছে আসতে কোনো নেতা ধরতে হবে না, সরাসরি আমার সাথে দেখা করে কথা বলতে পারবেন।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের উচাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক উঠান বৈঠকে তিনি আরও বলেন, আমি যদি ফরিদপুর-৪ আসনের এমপি নির্বাচিত হতে পারি, তাহলে এই আসনটিকে এমনভাবে সাজাব, যা বাংলাদেশের মধ্যে রোল মডেল হিসেবে তৈরি হবে।
তিনি আরও বলেন, ফরিদপুর-৪ আসনের একজন যুবকও বেকার থাকবে না। যুবকেরা আমার হৃদয়ে আছে। তাদের শিক্ষা নিশ্চিত করা, খেলাধুলা করার সুযোগ তৈরির জন্য আমি সবকিছু করব।
হাফেজ কুব্বাত মাতুব্বরের সভাপতিত্বে ও সাগর বেগের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন হায়দার হোসেন, সোবাহান হোসেন, বাকী মাতুব্বর, সেলিম মাহমুদ, শহিদুল ইসলাম, আল-আমিন, মো. রাসেল মোল্লা ও সৌরভ বিশ্বাস প্রমুখ।
কুশল/সাএ
 সর্বশেষ খবর
  জেলার খবর এর সর্বশেষ খবর