রাজবাড়ীর কালুখালীতে রাতের আঁধারে এক কৃষকের কলা বাগানের সব গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার কালুখালী সরকারি কলেজ সংলগ্ন আর্চ ব্রিজের পাশে গিয়ে দেখা যায়, কে বা কারা বাগানের ৭২টি কলাগাছ কেটে ফেলেছে।
প্রতিবেশী আইনাল মৃধা বলেন, “মোকসেদ মন্ডল দীর্ঘদিন ধরে এই জমিতে চাষাবাদ করে আসছেন। রাতের আঁধারে কারা এমন কাজ করলো জানি না। মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতে পারে, কিন্তু গাছের সঙ্গে এমন শত্রুতা কেন?”
জমির মালিক মকসেদ মন্ডল বলেন, “মোহনপুর মৌজার ০৬ নং দাগের ৬.২০ শতাংশ জমি আমার শ্বাশুড়ি মৃত আলেয়া বেগমের নামে। জমিটিতে আমরা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি। প্রায় চার মাস আগে এখানে কলা গাছের চারা রোপণ করেছিলাম। কিন্তু গতরাতে কে বা কারা আমার সব গাছ কেটে দিয়েছে, তা জানি না। আমি প্রশাসনের কাছে এ ঘটনার বিচার চাই।”
কালুখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, “এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের ধারণা, পূর্বের কোনো বিরোধ বা ব্যক্তিগত শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর