টানা দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হার নিশ্চিত করেছিল বাংলাদেশ। শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর আশা ছিল, কিন্তু তা সম্ভব হয়নি। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে হেরে ধবলধোলাই হলো স্বাগতিকরা।
টস জিতে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে ১৫১ রানে অলআউট হয়। ওপেনার তানজিদ হাসান তামিম ৬২ বলে ৮৯ রানের দারুণ ইনিংস খেললেও বাকিদের ব্যাটে রান ছিল না। রোমারিও শেফার্ড হ্যাটট্রিকসহ ৩ উইকেট নেন।
জবাবে ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ, তবে রস্টন চেজ ও আকিম অগাস্টের ব্যাটে সহজ জয় পায় তারা। দুজনই ফিফটি করেন—চেজ ২৯ বলে ৫০ ও অগাস্ট ২৫ বলে ৫০ রান করেন।
রিশাদ হোসেন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন। এই হারে ৩-০ ব্যবধানে সিরিজ শেষ করল বাংলাদেশ।
সাজু/নিএ
সর্বশেষ খবর