রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে আজ “প্রকল্প থেকে রাজস্বখাতে স্থানান্তর ফোরাম”-এর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ফোরামের সভাপতি শাহ্ আলমের নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিন শতাধিক উন্নয়ন প্রকল্পের জনবল উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে প্রকল্পের জনবলদের পক্ষে লিখিত বক্তব্যে বলা হয়, বিগত স্বৈরাচারী ফ্যাসিবাদ সরকারের মেয়াদে মহামান্য সুপ্রিম কোর্টের দেওয়া বৈষম্যমূলক রায় (সিভিল আপিল নং ৪৬০/২০১৭ ও সিভিল রিভিউ পিটিশন নং ১৮১/২০১৮) বাতিলের দাবি জানানো হয়েছে। পাশাপাশি, ১৯৯৭ সালের পরবর্তী প্রকল্পগুলো ৩০ জুন ১৯৯৭ সালের পূর্বের প্রকল্পের ন্যায় রাজস্বখাতে স্থানান্তরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির জন্য প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করা হয়।
উপস্থিত বক্তারা উল্লেখ করেন, তাঁরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সরকারি বিধি মোতাবেক (উন্মুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি, শিক্ষাগত যোগ্যতা, লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা) নিয়োগপ্রাপ্ত জনবল। দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই জনবলরা ৫-২০ বছর বা তারও অধিক সময় ধরে দক্ষতার সাথে কাজ করে আসছেন। প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে অধিকাংশ জনবলেরই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা শেষ হয়ে যাওয়ায় তাঁরা সরকারি চাকরিতে আবেদনের সুযোগ হারান।
লিখিত বক্তব্যে আরও জানানো হয়, প্রকল্প গ্রহণের সময় অনুমোদিত প্রকল্পের ডিপিপিতে প্রকল্প শেষে নিয়োগপ্রাপ্ত জনবল রাজস্বখাতে স্থানান্তরের কথা উল্লেখ থাকলেও বাস্তবে তা প্রায়শই হয় না। সরকারের বিভিন্ন গেজেট, আদেশ ও নির্দেশনা অনুযায়ী এযাবৎ অসংখ্য উন্নয়ন প্রকল্পের জনবলকে রাজস্বখাতে স্থানান্তর করা হয়েছে। এর মধ্যে ২০০৫ সালে সংস্থাপন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এস.আর.ও নং ১৮২-আইন/২০০৫/সম/বিধি-১/এস-৯/২০০০ গেজেট অনুযায়ী ১৯৭২ সাল থেকে শুরু হয়ে ১৯৯৭ সাল পর্যন্ত উন্নয়ন প্রকল্প হইতে রাজস্ব বাজেটে স্থানান্তরিত পদের পদধারীদের নিয়মিতকরণ ও জ্যেষ্ঠতা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সময়কালে মহামান্য সুপ্রিম কোর্টের মাধ্যমে ৪৬০/২০১৭ নম্বর রায়টি প্রদান করা হয়, যা সকল উন্নয়ন প্রকল্পের জনবলের চাকরি রাজস্বখাতে স্থানান্তরে বাধা হয়ে দাঁড়ায়।
ফোরামের নেতৃবৃন্দ জানান, ২০১৯ সালের ৪৬০/২০১৭ নম্বর রায় প্রদানের পূর্বে বিভিন্ন অধিদপ্তর ও মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত উন্নয়ন প্রকল্পের জনবল সুপ্রিম কোর্টের রায়ে রাজস্ব বাজেটে স্থানান্তরিত হলেও বৈষম্যমূলক রায় প্রদানের পর অন্যান্য জনবল রাজস্ব বাজেটে স্থানান্তর হতে পারেননি। এতে হাজার হাজার জনবলের মাঝে চরম বৈষম্য সৃষ্টি হয়েছে এবং তাঁদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।
সংবাদ সম্মেলন থেকে মাননীয় প্রধান উপদেষ্টা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের নিকট আর্জি জানানো হয়, ২০০৫ সালের সংস্থাপন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ন্যায় ১৯৯৭ সাল পরবর্তী প্রকল্পগুলো রাজস্ব বাজেটে স্থানান্তর ও নিয়মিতকরণে অনুরূপ প্রজ্ঞাপন জারি করতে হবে।
একই সাথে, মাননীয় প্রধান বিচারপতির নিকট আবেদন করা হয় যে, মহামান্য সুপ্রিম কোর্টের এই বৈষম্যমূলক রায় বাতিলপূর্বক সকল উন্নয়ন প্রকল্পের জনবলের চাকরি রাজস্ব বাজেটে স্থানান্তর করে তাঁদের দীর্ঘদিনের মানবেতর জীবনযাপন থেকে পরিত্রাণ দেওয়া হোক।
"প্রকল্প থেকে রাজস্বখাতে স্থানান্তর ফোরাম"-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উপস্থিত গণমাধ্যম কর্মীদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতি মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর