আজ রোববার (২ নভেম্বর) ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২১তম ড্র অনুষ্ঠিত হবে। ড্রয়ে প্রথম পুরস্কার বিজয়ী ৬ লাখ টাকা পাবেন। প্রাইজবন্ড সরকার চালু করেছে সমাজের সব শ্রেণির মানুষের মধ্যে সঞ্চয় প্রবণতা বৃদ্ধির জন্য। এটি যে কোনো সময় কেনা ও ভাঙানো যায়।
পুরস্কারের বণ্টন নিম্নরূপ:
প্রথম পুরস্কার: ৬ লাখ টাকা
দ্বিতীয় পুরস্কার: ৩ লাখ ২৫ হাজার টাকা
তৃতীয় পুরস্কার: ১ লাখ টাকা
চতুর্থ পুরস্কার: ৫০ হাজার টাকা
পঞ্চম পুরস্কার: ১০ হাজার টাকা
ড্রয়ের জন্য নির্ধারিত তারিখ থেকে ৬০ দিন আগে বিক্রি হওয়া বন্ডগুলোই নির্বাচনের আওতায় আসে। এছাড়া আয়কর আইন ২০২৩-এর ১১৮ ধারা অনুযায়ী, প্রাইজবন্ডের পুরস্কারের অর্থ থেকে ২০ শতাংশ উৎসে কর কর্তন করা হবে।
প্রাইজবন্ডের ড্র সাধারণত বছরের ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর অনুষ্ঠিত হয়। নির্ধারিত তারিখে সরকারি বা সাপ্তাহিক ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে ড্র অনুষ্ঠিত হয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর