পঞ্চগড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি না হলে এর কোনো মূল্য নেই। এ জন্য জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তির জন্যই আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোটের কথা বলছি।
গণভোট এবং নির্বাচন দুটোই হতে হবে। একটি হবে, একটি হবে না—এটা আমরা মানব না। তিনি আজ বেলা ১১টার দিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নতুন ভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসাইন, গণ অধিকার পরিষদের জেলা শাখার আহ্বায়ক মাহফুজুর রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর পঞ্চগড় শাখার সাধারণ সম্পাদক শাহরিয়ার বিপ্লবসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নতুন ভবন চালু করতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলীর সাথে মতবিনিময় করেন। সেই সাথে কেন্দ্রীয় জামায়াতের আমির ড. শফিকুল ইসলামের পক্ষে দশ লাখ টাকা অনুদান পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের অ্যাকাউন্টে জমা দেন। এ সময় জামায়াতে ইসলামীর এই কেন্দ্রীয় নেতা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নতুন ভবন চালু করতে আরও সহযোগিতার প্রয়োজন হলে জামায়াতে ইসলামী আরও সহযোগিতা করবেন বলে জানান।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর