টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেধাভিত্তিক ছাত্রী সংসদের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়েছে।
রবিবার (২ নভেম্বর) সকালে কলেজের অধ্যক্ষ এম এ রউফ তার কার্যালয়ে নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করেন। পরে তিনি নবনির্বাচিত সদস্যদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ঘোষিত কমিটিতে ভিপি (সহসভাপতি) হিসেবে নির্বাচিত হয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান তিথী, জিএস (সাধারণ সম্পাদক) জয়ন্তী মণ্ডল, এজিএস (সহকারী সাধারণ সম্পাদক) আয়েশা সিদ্দিকা ঐশী, ক্রীড়া সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মৌমিতা এবং মিলনায়তন সম্পাদক সোনিয়া। পদাধিকারবলে ছাত্রী সংসদের সভাপতি কলেজের অধ্যক্ষ এম এ রউফ।
কলেজ সূত্রে জানা যায়, গত ৩০ বছর ধরে সখীপুর আবাসিক মহিলা কলেজে চালু রয়েছে এই ব্যতিক্রমী মেধাভিত্তিক ছাত্রী সংসদ। রাজনীতি বা প্রভাব নয়, এখানে মেধাই নেতৃত্ব নির্ধারণ করে। সংসদের ৬টি পদে চার ধাপে নির্বাচন হয়। প্রথম ধাপে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে ৩টি পদে নির্বাচন হয়। বাকি তিন ধাপে ভিপি, জিএস ও এজিএস নির্বাচিত হন সংশ্লিষ্ট পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জনের মাধ্যমে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্মান শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ায় নুসরাত জাহান তিথী ভিপি নির্বাচিত হন। একইভাবে স্নাতক (পাস) প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ সর্বোচ্চ নম্বর পাওয়ায় জয়ন্তী মণ্ডল জিএস এবং উচ্চমাধ্যমিক প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ সর্বোচ্চ নম্বর পাওয়ায় আয়েশা সিদ্দিকা ঐশী এজিএস নির্বাচিত হন।
এছাড়া কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ক্রীড়ার ক্ষেত্রে সেরা হওয়ায় জান্নাতুল ফেরদৌস ক্রীড়া সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক ক্ষেত্রে সেরা হওয়ায় মৌমিতা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং আন্তঃক্রীড়া প্রতিযোগিতায় সেরা হওয়ায় সোনিয়া মিলনায়তন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত ভিপি নুসরাত জাহান তিথী বলেন, পরীক্ষায় প্রথম হয়ে ভিপি হওয়ার আনন্দ অন্যরকম। আমরা সবাই মিলে কলেজের ভাবমূর্তি রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তা সচেতনতায় কাজ করতে চাই।
কলেজের অধ্যক্ষ ও ছাত্রী সংসদের সভাপতি এম এ রউফ বলেন, সখীপুর আবাসিক মহিলা কলেজ সম্পূর্ণ রাজনীতিমুক্ত প্রতিষ্ঠান। এখানে কোনো রাজনৈতিক দলের প্রভাব বা বাহুবলের স্থান নেই। মেধার মাধ্যমে নেতৃত্ব নির্বাচন আমাদের গর্বের বিষয়। এ ধরনের মেধাভিত্তিক ছাত্রী সংসদ দেশের অন্য কোনো কলেজে নেই বললেই চলে।
বর্তমানে কলেজটিতে উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস) এবং ১১টি বিষয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রায় সাড়ে তিন হাজার ছাত্রী অধ্যয়ন করছে। কলেজের এই অনন্য মেধাভিত্তিক ছাত্রী সংসদ সম্পর্কে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডও অবগত রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর