কিশোরগঞ্জের চার সাংবাদিক 'বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫’ পুরস্কার পেয়েছেন। জেলার সাংবাদিকদের প্রধান সংগঠন 'কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব' এই পুরস্কার দিয়েছেন।
শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় শহরের শেফরন ডিলাইট রেস্তোরাঁয় আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সম্মাননার চেক তুলে দেওয়া হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান বাংলাদেশ জাতীয়তাবাদ বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি'র সভাপতি মো: শরীফুল আলম।
কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রিন্ট, অনলাইন, টেলিভিশন ও মাল্টিমিডিয়া এ চারটি ক্যাটাগরিতে বছরের সেরা প্রতিবেদনের জন্য এই পুরস্কার দেওয়া হয়।
প্রিন্ট ক্যাটাগরিতে 'অচল কিশোরগঞ্জের ক্রীড়াঙ্গন' শীর্ষক প্রতিবেদনের জন্য পুরস্কার পেয়েছেন দৈনিক আ জকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহম্মেদদ পাপন, অনলাইন ক্যাটাগরিতে 'চিকিৎসক সংকটে সেবা ব্যাহত' শিরোনামে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে সরেজমিন প্রতিবেদনের জন্য পুরস্কার পেয়েছেন দৈনিক খ বরের কা গজের জেলা প্রতিনিধি তাসলিমা আক্তার মিতু, টেলিভিশন ক্যাটাগরিতে 'নলকূপগুলোয় পাওয়া যাচ্ছে না পানি' শিরোনামে প্রতিবেদনের জন্য পুরস্কার পেয়েছেন একু শে টেলিভিশনের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি রুমন চক্রবর্তী ও মাল্টিমিডিয়া ক্যাটাগরিতে 'গোরখোদক মনু মিয়ার কবর খুঁড়লো যারা' শীর্ষক প্রতিবেদনের জন্য পুরস্কার পেয়েছেন ডি বিসি নিউজের জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল।
এছাড়াও অনুষ্ঠানে জেলার প্রিন্ট, অনলাইন, মাল্টিমিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার ২৮ জন সাংবাদিককে শুভেচ্ছা স্মারক দেয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম বলেন, 'বিগত ১৭ বছর আমরা রাজনীতিবিদরা যেমন নির্যাতনের শিকার ছিলাম, দেশের মানুষ জুলুমের মধ্যে ছিল। আমাদের সাংবাদিক বন্ধুরাও একই অবস্থার মধ্যে ছিল। তাদেরকে কথা বলতে দেয়া হয়নি। ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট এর মাধ্যমে তাদেরকে হয়রানি করা হয়েছে। মামলা হামলা করা হয়েছে।
এর মধ্যেও চ্যালেঞ্জ নিয়ে তারা সত্য তুলে ধরার চেষ্টা করেছে। জুলাই-আগস্ট আন্দোলনে ও ১৭ বছরের আন্দোলনে, কলমের মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করেছেন। দেশ এখন স্বৈরাচার মুক্ত হয়েছে। আজকে একটি মহতী অনুষ্ঠানের মাধ্যমে সাংবাদিকদের সম্মানিত করা হচ্ছে। এরকম একটি অনুষ্ঠানে আসতে পেরে আমার ভালো লাগছে।
আমাদের সবাইকে মিলে দেশটাকে এখন গড়তে হবে। সংস্কার-বিচার একটি চূড়ান্ত পর্যায়ে আছে। এটি যেন প্রাতিষ্ঠানিক রূপ পায়, এর জন্য সবাইকে মিলে কাজ করতে হবে। সাংবাদিকরা হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাদেরকে সম্মানিত করা মনে দেশকে সম্মানিত করা। কিশোরগঞ্জে এরকম অনুষ্ঠান অব্যাহত রাখতে হবে। এ ব্যাপারে আমাদের সহযোগিতা থাকবে।'
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি ও মা নবজমিনের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম।
সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক ন য়াদিগন্তের কিশোরগঞ্জ প্রতিনিধি মো: আল আমিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো: রমজান আলী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মাজহারুল ইসলাম।
শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম মুফতি আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহর কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কা লের কন্ঠ ও এ টিএন নিউজের জেলা প্রতিনিধি শফিক আদনান। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সম্মানসূচক সদস্য একা ত্তর টেলিভিশনের সাংবাদিক মোঃ জাকারিয়া ও সংগঠনের সহ-সভাপতি আলী রেজা সুমন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. মজিবর রহমান, হয়বতনগর এ ইউ কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. একরাম আহসান জুয়েল, প্রবীণ সাংবাদিক মু, আ, লতিফ, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এ.কে. নাছিম খান, সিনিয়র সাংবাদিক এটিএম নিজাম, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল, কিশোরগঞ্জ-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো: রোকন রেজা শেখ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সহকারী প্রক্টর ডা. এরশাদ আহসান সোহেল, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কিশোরগঞ্জের সাধারণ সম্পাদক ডা. এস.কে.এম. নাজমুল হাসান, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সিনিয়র সাংবাদিক সাইফউদ্দীন আহমেদ লেনিন, মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, বিজয় রায় খোকা, ঈশাখাঁ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান মো. বদরুল হুদা সোহেল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হযরত আলী অভি চৌধুরী, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইকরাম হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমে জেলায় কর্মরত সাংবাদিক, রাজনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর