কোনো স্মার্টফোন কেনার আগে এখনই একবার চিন্তা করে দেখুন—ফোনটি বৈধ নাকি নকল/চোরাই? বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ব্যবহারকারীদের জন্য সহজ ও দ্রুত পদ্ধতি চালু করেছে যাতে এক এসএমএস বা অনলাইন চেক করে ফোনের আইএমইআই (IMEI) যাচাই করা যায়। কর্তৃপক্ষ বলছে, অবৈধ বা ক্লোন আইএমইআই যুক্ত ডিভাইস নেটওয়ার্কে কাজ করবে না এবং ব্যবহারকারী ও দেশের নিরাপত্তা-রাজস্ব দুটোই ঝুঁকিতে পড়ে।
প্রক্রিয়া (এসএমএসে যাচাই)
ফোনে *#06# ডায়াল করে আইএমইআই নম্বর জানুন।
তারপরে *১৬১৬১# নম্বরে ডায়াল করুন।
প্রদর্শিত বক্সে হ্যান্ডসেটের ১৫-সংখ্যার আইএমইআই লিখে পাঠান।
কয়েক সেকেন্ডের মধ্যে ফিরে আসা মেসেজে ফোনটি ‘Valid’, ‘Invalid’ বা ‘Clone’—এর কোনো এক স্থিতি জানানো হবে।
অনুমোদিত অনলাইন পদ্ধতি
বিটিআরসির ওয়েবসাইটের ‘Verify IMEI’ পেইজেও আইএমইআই নম্বর সন্নিবেশ করলে সঙ্গে সঙ্গে ফোনের বৈধতা ফলাফল দেখা যাবে।
অবৈধ ফোন ব্যবহারের ফলাফল
বিটিআরসি জানায়, অনুমোদিত নয় এমন ফোনে বাংলাদেশে মোবাইল সিম কাজ করবে না; অর্থাৎ কল, এসএমএস বা মোবাইল ইন্টারনেট ব্যবহার করা যাবে না। এছাড়া এমন ডিভাইসগুলো নিরাপত্তাজনিত ঝুঁকি সৃষ্টি করতে পারে এবং দেশের কর-রাজস্ব ক্ষতিগ্রস্ত করে।
ক্রেতাদের জন্য পরামর্শ
যেকোনো নতুন বা ব্যবহৃত ফোন কেনার আগে আইএমইআই দিতে যাচাই করুন।
অনলাইন বা বিদেশ থেকে আমদানি করা ফোনের ক্ষেত্রে বাক্সে থাকা আইএমইআই এবং ডিভাইসের স্ক্রিনে দেখা আইএমইআই মিলিয়ে নিন।
সন্দেহ হলে বিক্রেতার কাছ থেকে নথিপত্র (বায়ার রশিদ/ইনভয়েস) দেখুন এবং আইএমইআই যাচাই করে নিন।
বিটিআরসি বলছে, গ্রাহক সচেতন হলে চোরাই ও ক্লোন ফোন বাজার থেকে অনেকটাই কমে যাবে এবং ব্যবহারকারীর নিরাপত্তা ও দেশের রাজস্ব রক্ষিত থাকবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর