দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ এনেছে ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলো। নতুন টেলিকম নীতিমালা (টেলিকম পলিসি) বাস্তবায়নের ফলে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ ২০ শতাংশ পর্যন্ত বাড়বে বলে জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
সোমবার (৩ নভেম্বর) সংগঠনটির সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম গণমাধ্যমকে জানান, “নতুন টেলিকম পলিসির প্রভাব পড়বে সরাসরি গ্রাহক পর্যায়ে। এর ফলে ৫০০ টাকার ইন্টারনেট সংযোগের খরচ বেড়ে দাঁড়াবে ৬০০ টাকা, আর ১,০০০ টাকার সংযোগের খরচ হবে প্রায় ১,২০০ টাকা।”
তিনি সতর্ক করে বলেন, “এই পলিসি সংশোধন না করলে বাংলাদেশ ডিজিটালি শাটডাউন হয়ে যেতে পারে।”
আইএসপিএবি সভাপতি আরও বলেন, “নতুন পলিসিতে নানা ফি ও করের বোঝা বাড়ানো হয়েছে, যা ইন্টারনেট সেবাদাতাদের জন্যও চ্যালেঞ্জ তৈরি করবে। এতে ছোট ও মাঝারি পর্যায়ের প্রতিষ্ঠানগুলো টিকে থাকা কঠিন হয়ে পড়বে।”
আগামী জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে টেলিকম নীতির বিষয়ে হস্তক্ষেপ করার আহ্বান জানান তিনি, যাতে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের গতি ব্যাহত না হয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর