কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের গহীন পাহাড়ি এলাকা থেকে নারী-শিশুসহ ২৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী। মানবপাচারের শিকার এই ব্যক্তিদের মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে পাহাড়ে বন্দি করে রেখেছিল পাচারচক্র। অভিযানে জড়িত দুই পাচারকারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার (৩ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাহারছড়ার ঝুম্মাপাড়া সংলগ্ন গহীন পাহাড়ে অভিযান চালানো হয়। অভিযানে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা যৌথভাবে অংশ নেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে পাচারকারীদের গোপন আস্তানা থেকে ২৫ জন নারী ও শিশুকে উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোয়েন্দা তথ্য ও পূর্বে আটক পাচারকারীদের দেওয়া তথ্যমতে জানা যায়, সাগরপথে মালয়েশিয়া পাঠানোর জন্য নারী ও শিশুসহ বেশ কিছু মানুষকে পাহাড়ে বন্দি করে রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা ২৫ জনকে উদ্ধার এবং দুই পাচারকারীকে আটক করি।
উদ্ধার ব্যক্তিরা জানিয়েছেন, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র উন্নত জীবনের প্রলোভন, উচ্চ বেতনের চাকরি এবং কম খরচে বিদেশ যাওয়ার সুযোগের কথা বলে তাদের টেকনাফে ডেকে আনে। পরে উপকূলে নিয়ে সাগরপথে মালয়েশিয়া পাঠানোর আশ্বাস দিলেও আসলে তাদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টা চলছিল।
অভিযানে উদ্ধার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
কুশল/সাএ
 সর্বশেষ খবর