ব্রিটিশ আমল থেকেই নিরাপদ রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলা। এই জামালপুর জেলা শহর এবং সরিষাবাড়ী উপজেলার পাশাপাশি সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার পূর্বাঞ্চল মনসুর নগর ইউনিয়ন, চরগিরিস ইউনিয়ন ও মাদারগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকার মানুষ ট্রেনে চলাচল করে। বাজে টাইমিং, জায়গায় জায়গায় বিরতি, নিম্নমানের লোকোমোটিভ ব্যবহারের কারণে আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস এবং আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এই দুটি ট্রেনের যাত্রীরা মধ্যরাতে ঢাকায় পৌঁছানোর পর নিরাপত্তাহীনতার কারণে স্টেশনে বসেই রাত কাটাতে বাধ্য হন। যারাও ঝুঁকি নিয়ে মাঝরাতে রাজধানী শহরে প্রবেশ করেন, তারা ছিনতাইকারীর কবলে পড়ে বিভিন্ন দুর্ঘটনার শিকার হচ্ছেন বলে জানা গেছে।
উপজেলার যাত্রীসাধারণের দীর্ঘদিনের বঞ্চনা, ভোগান্তি লাঘব ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে মঙ্গলবার (৪ নভেম্বর) সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বরাবর একটি আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। জামালপুর এক্সপ্রেস (৮০০) ট্রেন পূর্বের টাঙ্গাইল-ইব্রাহিমাবাদ-জামালপুর রুটে ও সময়সূচি পুনর্বহাল, অগ্নিবীণা এক্সপ্রেস (৭৩৫) ট্রেনের সময় পরিবর্তন, পুরনো কোচ পরিবর্তন করে আধুনিক, আরামদায়ক ও মানসম্মত কোচ সংযোজন করার দাবি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরিষাবাড়ী উপজেলার মুখ্য সংগঠক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক বোরহান উদ্দিন, আজিজুল হক রুদ্র এই আবেদনপত্র হস্তান্তর করেন। বিষয়টি নিয়ে তারা রেলওয়ের ডিজির সাথে মতবিনিময় করেন বলে জানা গেছে।
উল্লেখ্য, সরিষাবাড়ী উপজেলা হতে ২০১২ সালে প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে তারাকান্দি-ভূঁঞাপুর-যমুনা সেতু পর্যন্ত ৩৩ কিলোমিটার লিংক রেলপথ চালু হলেও তার সুফল পায়নি জামালপুর, টাঙ্গাইলের ভূঞাপুর, গোপালপুরসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের পাঁচ জেলার মানুষ।
সাংবাদিক হাবিবুল হাসান রিজভী বলেন, জগন্নাথগঞ্জ ঘাট হতে যমুনাসেতু পূর্ব পর্যন্ত নতুন লিংক রোড ২০২০ সালে জামালপুর এক্সপ্রেস ট্রেন চালু ছাড়া দৃশ্যমান উন্নয়ন আর চোখে পড়েনি। বর্তমানে জামালপুর এক্সপ্রেস এবং অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের নিয়মিত শিডিউল বিপর্যয় যাত্রীদের ট্রেন বিমুখ করে তুলেছে। এই অঞ্চলের ট্রেন দুটির যাত্রীবান্ধব পরিবেশ তৈরিতে প্রয়োজন এখন কার্যকর শিডিউল ব্যবস্থার। বিশেষ করে জামালপুর এক্সপ্রেস ট্রেনটিকে পুরাতন রুটে (ঢাকা-টাঙ্গাইল-জামালপুর) ফিরিয়ে দেওয়া এবং এর শিডিউলটি পরিবর্তন করা জরুরি হয়ে পড়েছে।
সর্বশেষ খবর