বি-টু-বি মার্কেটপ্লেস এবং ফিনটেক সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান প্রিয়শপ একই মাসে জামালপুর জেলায় ৪টি নতুন হাব চালু করেছে।
এর মধ্য দিয়ে দেশব্যাপী প্রিয়শপের হাবের সংখ্যা ৩৩-এ পৌঁছেছে। জামালপুর জেলায় এই সম্প্রসারণের ফলে নতুন ১১০টি রুটে ব্যবসা পরিচালনা শুরু করেছে প্রিয়শপ, যার ফলে সারা দেশে মোট রুট কভারেজ দাঁড়িয়েছে ১,৩০৮-এ।
জামালপুর জেলা শহর, সরিষাবাড়ি, ইসলামপুর এবং মাদারগঞ্জে নতুন হাবগুলো কোম্পানির জন্য নতুন অধ্যায় সূচনা করেছে।
প্রিয়শপের নির্বাহী পরিচালক শহীদুল্লাহ আল মাহমুদ বলেন, ‘আমরা বাংলাদেশের প্রতিটি কোণায় থাকা মুদি দোকানিদের নিকট পৌঁছাতে চাই। আমাদের এই প্রতিশ্রুতিরই প্রতিফলন হলো জামালপুরে নতুন ৪টি হাবের উদ্বোধন। আগে প্রধান শহরগুলোতেই উন্নতমানের ব্র্যান্ড ও ব্যবসায়িক সহায়তা সহজলভ্য ছিল।
বর্তমানে সারাদেশে ৩৩টি হাব চালু থাকায় সরিষাবাড়ি, ইসলামপুর এবং আশেপাশের এলাকার ক্ষুদ্র খুচরা বিক্রেতারা এখন একই মানের ব্র্যান্ড ও ব্যবসায়িক সহায়তা পাবেন।’
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর