রাজবাড়ীর দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু এবং পাংশার বাহাদুরপুর-হাবাসপুরে পদ্মা ব্যারেজ নির্মাণের দাবিতে জনসচেতনতা বৃদ্ধি ও জোরালো আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি, রাজবাড়ী জেলা শাখা।
এ উপলক্ষে পাংশা উপজেলা কমিটি গঠনের লক্ষ্য এবং আগামী ২২ নভেম্বর রাজবাড়ীতে 'পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন এবং রাজবাড়ী উন্নয়ন ভাবনা' শীর্ষক সেমিনারের প্রস্তুতির জন্য এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে পাংশা প্রেসক্লাব কার্যালয়ে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি, রাজবাড়ী জেলা শাখার সভাপতি সালাম তাসিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক চৌধুরী আহসানুল করিম হিটুর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাংশা কলেজের সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, বাস্তবায়ন কমিটির সমন্বয়ক এ টি এম আকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ হিটু, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোকন মাহবুব, পাংশা মহিলা কলেজের অধ্যাপক ও পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক এম এ জিন্নাহ, পাংশা উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, হাবাসপুর ড. কাজী মোতাহার হোসেন ডিগ্রি কলেজের শিক্ষক আব্দুর রশিদ, মৃগী শহীদ দিয়ানত ডিগ্রি কলেজের প্রভাষক ও সরিষা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ কালাম, পাংশা মহিলা কলেজের শিক্ষক মো: খালেদ জগলুল পাশা, আব্দুর রশিদ, কাচারিপাড়া স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক শরিফুল ইসলাম, সাবেক ফুটবলার গোলাম ফারুক এবং পাংশা স্পোর্টিং ক্লাবের সভাপতি সাংবাদিক মাসুদ রেজা শিশির প্রমুখ।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর