বগুড়ার আদমদীঘিতে এক নারী নির্মমভাবে একটি বিড়ালকে গলাকেটে ও বুক চিড়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সংগঠনটির ঢাকার সদস্য মো. এমরান হোসেন বুধবার (৫ নভেম্বর) আদমদীঘি থানায় এই জিডি করেন।
জানা গেছে, মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আদমদীঘি উপজেলার দত্তবাড়ীয়া গ্রামে এক নারী বিড়ালকে জবাই করে হত্যার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নজরে এলে সংগঠনের নির্দেশে এমরান হোসেন পরদিন সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে যান।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, দুপুর ১টা থেকে ২টার মধ্যে বুলবুলি নামের এক নারী নিজের বাড়িতে একটি সাদা-কালো বিড়ালকে বটি দিয়ে গলাকেটে ও বুক চিড়ে হত্যা করে। পরে বিড়ালের মৃতদেহ বাড়ির পাশের ধানক্ষেতে ফেলে দেয়।
পরে প্রতিবেশী শামছুন্নাহার মিনা মৃত বিড়ালটিকে বাড়িতে নিয়ে এসে একটি সাদা প্যাকেটে বরফ দিয়ে সংরক্ষণ করেন। তিনি জানান, ঘটনাটি সম্পর্কে সংগঠনের কর্তৃপক্ষকে বিস্তারিত জানানো হয়েছে এবং ভবিষ্যতের জন্য থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান বলেন, বিড়াল হত্যার ঘটনায় থানায় জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর