সরিষাবাড়ীতে ডোয়াইল ইউনিয়ন ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি তাওহিদুল ইসলাম'কে একদল দুর্বৃত্তরা পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (৫ নভেম্বর) বিকালে ভুক্তভোগীর পরিবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
আহত তাওহিদুল ইসলামের অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের গোবিন্দপুর বাজারে গেলে পূর্বপরিকল্পিত কতিপয় ব্যক্তি দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা করেন। হামলাকারীরা তাঁর সঙ্গে থাকা নগদ ৩০ হাজার টাকা ছিনতাই করে নেয় এবং তাঁর মোটরসাইকেলটি সম্পূর্ণরূপে ভেঙে ফেলে।
আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ধনবাড়ী হাসপাতালে নিয়ে যায়। গোবিন্দপুর গ্রামের বিদ্যুৎ মিয়া, স্বপন মিয়া ও মনির উদ্দিন, মহিষাকান্দি গ্রামের হুমায়ুন মিয়া, আদাচাকীর জাহাঙ্গীর আলমকে বিবাদী করে থানায় অভিযোগ দাখিল করেন তাওহিদুল ইসলাম।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর