খাগড়াছড়ির মানিকছড়িতে বিক্রির জন্য ধরে আনা রেসার প্রজাতির বানর ছানা উদ্ধার করে জঙ্গলে অবমুক্ত করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে উপজেলার তিনটহরী ইউনিয়নের কুমারী বড়টিলা নামক এলাকা থেকে ধরে এনে বিক্রির জন্য গুচ্ছগ্রাম এলাকায় দর কশাকশি করছিলেন স্থানীয় মোটরসাইকেল চালক মো. আল-আমিন।
খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে আসেন উপজেলা বন বিভাগের কর্মকর্তারা। এসময় বন বিভাগের লোকজনের উপস্থিতি টের পেয়ে ক্রেতা-বিক্রেতা বানর ছানাটি ফেলে পালিয়ে যায়। পরে বানরটি উদ্ধার করে গহীন জঙ্গলে অবমুক্ত কর হয়।
উদ্ধারকালে বন বিভাগের মানিকছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল হামিদ বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী রেসাস প্রজাতির বানর সংরক্ষিত। খবর পেয়ে বানরটি উদ্ধার করে গহীন বনে অবমুক্ত করা হয়েছে।
পরিবেশ ও বন্যপ্রাণী বিষয়ক সাংবাদিক সমির মল্লিক বলেন, অবাধে বনাঞ্চল উজাড়, আয়তন কমে যাওয়া, বন্যপ্রাণীর আবাসস্থল আঙ্কাজনক হারে কমে যাওয়া, তীব্র খাদ্য ও পানির সংকটের কারণে বন্যপ্রাণীরা সংরক্ষিত ও প্রাকৃতিক বনাঞ্চল থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসছে। অনেক সময় মানুষের হাতে ধরা পড়ছে এসব প্রাণী।আবার কখনও কখনও আতঙ্কিত হয়ে লোকজন মেরে ফেলছেন লোকালয়ে আসা বন্য প্রাণীগুলোকে।
অন্যদিকে, স্থানীয় সচেতন মহল লোকালয়ে বন্য কিংবা বিপন্ন প্রাণীর খবর পেলে বন বিভাগসহ প্রাণী সংরক্ষণে কাজ করছে। এতে অক্ষত অবস্থায় উদ্ধার করা হচ্ছে অসংখ্য বন্যপ্রাণী।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর