রাজবাড়ীর কালুখালী উপজেলায় রাসেল ভাইপার সাপের কামড়ে বাদশা শেখ (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার রতনদিয়া ইউপির কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে। বাদশা ওই এলাকার মনর উদ্দিন শেখ এর ছেলে।
নিহতের খালাতো ভাই খোকন শেখ জানান, বাদশা সকাল ৭ টার দিকে বাড়ির পাশে একটি খালের কচুরিপানা পরিষ্কার করতে নামলে রাসেল ভাইপার কামড় দেয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় এক উঝার কাছে নিয়ে যাওয়া হয় । পরে সেখান থেকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর