ইসলামে বিয়েকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরকতময় একটি ইবাদত হিসেবে উল্লেখ করা হয়েছে। কারণ, বিয়ে মানুষকে শালীন, পবিত্র ও পরিপূর্ণ জীবনযাপনের পথে নিয়ে যায়। যে ব্যক্তি প্রাপ্তবয়স্ক ও বিয়ে করার সামর্থ্য রাখে, তার জন্য দেরি না করে বিয়ে করা ইমানি দায়িত্ব।
নবী করিম (সা.) বলেন, ‘যারা বিয়ের সামর্থ্য রাখে, তারা বিয়ে করুন। কারণ বিয়ে চোখকে নিচু রাখে এবং লজ্জাস্থান রক্ষা করে। একইসঙ্গে যৌবনের আকাঙ্ক্ষা কমায়।’
আসুন জেনে নিই, যেসব আমল ও দোয়ার মাধ্যমে দ্রুত বিয়ে সম্ভব
১. আল্লাহর গুণবাচক নাম ‘ইয়া ফাত্তাহু’ পাঠ: যুবকরা ডান হাত দিয়ে বাঁ হাতের কবজি চেপে ধরে, যুবতীরা বাঁ হাত দিয়ে ডান হাতের কবজি চেপে ধরে প্রতিদিন ফজরের নামাজের পর ৪০ বার করে ৪০ দিন পর্যন্ত ‘ইয়া ফাত্তাহু’ পাঠ করলে দ্রুত বিয়ে হয়।
২. সালাতুল হাজত ও বিশেষ দোয়া: নিয়মিত সালাতুল হাজত নামাজ পড়ে নিচের দোয়া অধিক বেশি পড়ুন। যেকোনো সময় ও স্থানে পড়া যাবে।
দোয়া
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
উচ্চারণ: রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আ’ইউন, ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থ: হে আল্লাহ, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান দান করুন যারা চোখ শীতলকারী হবে। আমাদের আল্লাহভীরুদের জন্য আদর্শ করুন। (সুরা ফুরকান : ৭৪)
৩. সুরা কাসাস পাঠ:
দোয়া
فَسَقَى لَهُمَا ثُمَّ تَوَلَّى إِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ
উচ্চারণ: ফাসাক্বা লাহুমা ছুম্মা তাওয়াল্লা ইলাজজিল্লি ফাক্বালা রাব্বি ইন্নি লিমা আংযালতা ইলাইয়্যা মিন খায়রিং ফাক্বির। এটি হজরত মুসা (আ.) একাকিত্ব ও বিষণ্নতায় পাঠ করতেন। দ্রুত বিয়ের জন্য এটি পাঠ করা যেতে পারে। (সুরা কাসাস : ২৪)
৪. সুরা তাওবা পাঠ:
দোয়া
فَإِن تَوَلَّوْاْ فَقُلْ حَسْبِيَ اللّهُ لا إِلَـهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ
উচ্চারণ: ফাইং তাওয়াল্লাও ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম।
অর্থ: যদি তারা বিমুখ হয়, তবে বলো আল্লাহই যথেষ্ট, তিনিই মহান আরশের অধিপতি। (সুরা তাওবা : ১২৯)
৫. সুরা ইয়াসিন পাঠ: সুরা ইয়াসিন বিয়েসংক্রান্ত সমস্যা সমাধানে কার্যকর। প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় পশ্চিমমুখী হয়ে পড়া উচিত। ‘মুবিন’ শব্দ উচ্চারণের সময় শাহাদাত আঙুল দিয়ে সূর্যের দিকে ইশারা করতে হবে। এছাড়া প্রতিদিন ১১ বার সুরা দোহা পাঠের মাধ্যমে দ্রুত বিয়ে সম্ভব।
উপসংহার: নিয়মিত এই আমল ও দোয়া পালন করলে আল্লাহর ইচ্ছায় দ্রুত বিয়ে হয়ে যেতে পারে। এ ছাড়া এগুলো বিশ্বাস ও ধৈর্যের সঙ্গে করলে বর/কন্যার মিলন সহজতর হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর