বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পাঁচটি দুর্বল শরিয়াহভিত্তিক ব্যাংকের বোর্ড বাতিল করা হলেও তাদের দৈনন্দিন গ্রাহকসেবা ও লেনদেন স্বাভাবিকভাবে চলবে। এসব ব্যাংক হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, এই পাঁচটি ব্যাংককে একীভূত করে একটি নতুন শরিয়াহভিত্তিক ব্যাংক গঠন করা হচ্ছে। এর লক্ষ্য হলো আমানতকারীদের অর্থ সুরক্ষিত রাখা এবং ধাপে ধাপে ফেরত দেওয়া।
গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, একীভূত ব্যাংকগুলোর শেয়ারহোল্ডারদের ইকুইটি এখন ‘নেগেটিভ’, তাই তাদের শেয়ারমূল্য শূন্য ধরা হবে এবং কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না।
যেসব আমানতকারীর জমা ২ লাখ টাকার নিচে, তারা প্রথম ধাপে সম্পূর্ণ অর্থ তুলে নিতে পারবেন। এই অর্থ বাংলাদেশ ব্যাংকের ‘আমানত সুরক্ষা তহবিল’ থেকে দেওয়া হবে। বড় আমানতকারীদের টাকা ধাপে ধাপে ৬ মাস থেকে ৫ বছরের মধ্যে ফেরত দেওয়া হবে।
চলতি নভেম্বর থেকেই টাকা তোলা শুরু হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গ্রাহকদের অর্থ সম্পূর্ণ নিরাপদ এবং একীভূতকরণ প্রক্রিয়া চলাকালীন ব্যাংকগুলোর সেবা অব্যাহত থাকবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর