ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে আশুলিয়ায় ধানের শীষ মার্কায় ভোট চেয়ে মিছিল করেছেন ইয়ারপুর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শুক্রবার (৭ নভেম্বর) বিকালে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির আয়োজনে জিরাবো এলাকার বিভিন্ন স্থানে এই প্রচারণা করেন তারা। এসময় তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেটও বিতরণ করা হয়।
ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো: নাসির উদ্দীনের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক নবী দেওয়ান, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী রেজা ও কয়েক-শতাধিক নেতাকর্মী সহ আরও অনেকে।
এসময় ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নাসীর উদ্দীন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে আমরা এই আসন থেকে সর্বোচ্চ ভোটে জয়যুক্ত করে তারেক জিয়ার হাতকে আরও শক্তিশালী করবো।
সাজু/নিএ
সর্বশেষ খবর