ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি স্কুলের মসজিদে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৪ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার দুপুরে জুমার নামাজ শুরুর ঠিক আগে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটে উত্তর জাকার্তার কেলাপা গাদিং এলাকার একটি সরকারি উচ্চ বিদ্যালয়ে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হঠাৎ দু’দফা প্রবল শব্দে বিস্ফোরণ ঘটে, ফলে মসজিদের ভেতর ও আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে আতঙ্কে ছুটোছুটি করতে গিয়ে আহত হন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী রয়েছে। অনেকেই কাচ ভাঙার আঘাতে ও দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনায় ১৭ বছর বয়সী এক শিক্ষার্থী জড়িত থাকতে পারে। সে নিজেও আহত হয়েছে এবং হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তার কাছ থেকে একটি খেলনা সাবমেশিন গান উদ্ধার করা হয়েছে, যাতে সাদা জাতীয়তাবাদী (white supremacist) স্লোগান লেখা ছিল।
জাকার্তার পুলিশপ্রধান লিস্টিও সিগিত প্রাবোউও বলেন,
“আমরা ঘটনাটির পূর্ণ তদন্ত শুরু করেছি। অভিযুক্তের পটভূমি, পরিবার ও মানসিক অবস্থা যাচাই করা হচ্ছে। আপাতত এটিকে বড় ধরনের সন্ত্রাসী হামলা হিসেবে দেখা হচ্ছে না।”
বিস্ফোরণে মসজিদের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে বোমা নিষ্ক্রিয়করণ দল। এখনো তদন্ত চলছে, তবে কর্তৃপক্ষ বলছে— এটি একক ব্যক্তির তৈরি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হামলা, তা নিশ্চিত হতে সময় লাগবে।
ইন্দোনেশিয়া মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যেখানে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকার কঠোর নীতি অনুসরণ করে। এই ঘটনা দেশজুড়ে নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।
সর্বশেষ খবর