সাইবার প্রতারকরা এখন এমন নতুন কৌশল ব্যবহার করছেন যাতে ওটিপি বা এটিএম পিন ছাড়াই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করা সম্ভব হচ্ছে। প্রতারণামূলক একটি মেসেজে থাকা ভুয়া লিংকে ক্লিক করলেই ভুক্তভোগীর মোবাইল ডিভাইস থেকে সরাসরি ব্যাংক সংক্রান্ত তথ্য হ্যাকারদের হাতে চলে যেতে পারে, জানায় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতারকরা অনলাইনে ছড়িয়ে থাকা ব্যক্তিগত তথ্য (মোবাইল নম্বর, ইমেইল, ক্রয়ের তথ্য) ব্যবহার করে “পুরস্কার” বা “অফার” জঙ্গি মেসেজ পাঠাচ্ছে, যেগুলো দেখতে ব্যাংকের অফিসিয়াল মেসেজের মতোই লাগে। এছাড়া কল-মার্জিং, ভয়েসমেইল হ্যাক, কিউআর কোড জালিয়াতি ও স্ক্রিন-শেয়ারিং-এর মতো উন্নত পদ্ধতিও ব্যবহার করা হচ্ছে।
বিভিন্ন কৌশল সংক্ষেপে:
ভুয়া “অফার/পুরস্কার” মেসেজে থাকা লিংকে ক্লিক করালে তথ্য লীক।
কল-মার্জিং: দুটো কল মার্জ করে ওটিপি/নিরাপত্তা কোড শুনে নেয় প্রতারক।
ভয়েসমেইল হ্যাক ও কিউআর কোড জালিয়াতি—অ্যাপ বা পেমেন্ট কনফিগারেশন জালিয়াতি করে টাকা তুলে নেয়া।
স্ক্রিন শেয়ারিং দিয়ে সরাসরি মোবাইল/কম্পিউটারের কন্ট্রোল বা তথ্য চুরি।
নিরাপত্তা টিপস (অবশ্যই অনুসরণ করুন):
অচেনা নম্বর বা মেসেজে থাকা লিংকে ক্লিক করবেন না; ব্যাংকিং লিঙ্ক হলে সরাসরি ব্যাংকের অফিসিয়াল সাইট/অ্যাপ খুলে যাচাই করুন।
ব্যক্তিগত বা ব্যাংক সংক্রান্ত তথ্য কাউকে দেবেন না।
কোনো অজানা সোর্স থেকে অ্যাপ ইন্সটল করবেন না।
সন্দেহ হলে কল/মেসেজ পাওয়ার পর ব্যাংকের অফিসিয়াল হেল্পলাইন থেকে যাচাই করুন।
কিউআর কোড স্ক্যান করার আগে উৎস যাচাই করুন এবং স্ক্রিন শেয়ারিংয়ের অনুরোধ দিলে বন্ধ করে দিন।
নিয়মিত মোবাইল ও ব্যাংকিং অ্যাপের সিকিউরিটি আপডেট বজায় রাখুন।
সংক্ষিপ্ত সাবধানবাণী:
কোনো ‘বড় অফার’ বা ‘পুরস্কারের’ মেসেজে ব্যক্তিগত বা ব্যাংক তথ্য চাইলে সেটি নিশ্চিতভাবে ভুয়া ধরুন — ক্লিক বা তথ্য শেয়ার করা মানে সরাসরি ঝুঁকিতে পড়া।
সাজু/নিএ
সর্বশেষ খবর
বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর