ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগটির সহকারী অধ্যাপক বিলাসী সাহা। সোমবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
অফিস আদেশ সূত্রে, বিভাগটির সহকারী অধ্যাপক মেহেদী হাসান চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত হওয়ায় ‘বিশ্ববিদ্যালয় আইন ১ সংবিধির সংশোধিত ১০(১) ধারা’র খ (১০) উপধারা অনুযায়ী বিলাসী সাহাকে আগামী তিন বছরের জন্য বিভাগীয় সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ৯ নভেম্বর থেকে দায়িত্বে রয়েছেন।
দায়িত্ব গ্রহণের বিষয়ে বিলাসী সাহা বলেন,
“আমি ইতোমধ্যে দায়িত্বভার গ্রহণ করেছি। বিভাগের একাডেমিক কার্যক্রম আরও গতিশীল করতে চেষ্টা করবো। এ কাজে অধ্যাপক, শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করছি।”
কুশল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর