ভোলার চরফ্যাশনে প্রাইভেট শেষে বাড়ী ফেরার পথে ধানখেতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নবম শ্রেণীতে পড়ুয়া দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার ওমরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মো. জুবায়েদ ইসলাম (১৬) ওমরপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মো. রিয়াজের ছেলে এবং আলীগাঁও মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। মো. জিহান (১৫) ওমপরপুর ৪নং ওয়ার্ডের মো. ফরিদ উদ্দিনের ছেলে এবং চরফ্যাশন সরকারি ট্যাফনাল ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জুবায়েদ ও জিহান জনতা বাজার আরিফ মাস্টার নামের একজন শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে। প্রতিদিনের ন্যায় সোমবার সন্ধ্যায় তারা দু’জন প্রাইভেট শেষ করে বাড়ী ফেরার পথে দুষ্টামির ছলে দৌড় দেয়। এসময় জাহাঙ্গীর নামের এক কৃষকের ধানখেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদের সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার দু’জনকে মৃত্যু ঘোষণা করেন।
চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, উভয় পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর