ভারতের নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লা (রেড ফোর্ট) এলাকার কাছে সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যে চারপাশের গাড়িতে আগুন ধরে, আশপাশের ভবনের জানালা-দরজা ভেঙে পড়ে এবং মানুষের অঙ্গপ্রতঙ্গ ছিন্নভিন্ন হয়ে রাস্তায় ছড়িয়ে পড়ে।’
স্থানীয় এক দোকানদার ও প্রত্যক্ষদর্শী গণমাধ্যকে বলেন, ‘জীবনে এত জোরে বিস্ফোরণের শব্দ কখনও শুনিনি। মনে হচ্ছিল আমরা সবাই মরে যাব।’
আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ‘রাস্তায় মানুষের শরীরের টুকরো পড়ে ছিল, এক জায়গায় দেখি একটা হাত পড়ে আছে। কী ঘটেছে কেউ বুঝে উঠতে পারছিল না।’
দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা সন্ধ্যা ৭টার কিছু পরই বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে ৭টি ইউনিট পাঠায়। পরে ৭টা ২৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’
স্থানীয় বাসিন্দা রাজধর পাণ্ডে বলেন, ‘আমি ঘরে ছিলাম, হঠাৎ বাইরে আগুনের গোলা দেখতে পেয়ে নিচে নেমে দেখি ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে।’
বিস্ফোরণে আহত জিসান নামে অটোচালক বলেন, ‘গাড়িটি আমার সামনে ছিল, মাত্র দুই ফুট দূরে। হঠাৎ সেটি বিস্ফোরিত হয়। আমি জানি না বোমা ছিল কিনা, তবে মুহূর্তেই সব শেষ হয়ে যায়।’
দিল্লি পুলিশ স্পেশাল সেল এবং ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পায়নি তারা।
ঘটনার পর উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রের মুম্বাইসহ দেশের কয়েকটি রাজ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর