কুমিল্লায় ২ কোটি ৭১ লাখ ৫ হাজার ৪’শ টাকা মূল্যে অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার বাজি, বাসমতি চাল, ফুচকা এবং কসমেটিক্স সামগ্রী উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিন (১০ বিজিবি)।
সোমবার (১০ নভেম্বর) রাতে কুমিল্লা রসুলপুর রেলওয়ে ষ্টেশনে থেকে উদ্দার করেছে। এ সময় বিজিবির কাউকে গ্রেফতার করতে পারেনি। চোরাকারবারীরা পালিয়ে যায়। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তা নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়- কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধের পাশাপাশি নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় গত ১০ নভেম্বর রাতে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সরোয়ার জাহান এর উপস্থিতিতে, অত্র ব্যাটালিয়নের এ্যাডজুটেন্ট এর নেতৃত্বে বিজিবি ও পুলিশ সদস্যের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স দল গঠন করা হয়।
উক্ত টাস্কফোর্স দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা রসুলপুর রেলওয়ে ষ্টেশনে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন এ অভিযান পরিচালনা করে।
এ সময় ট্রেনে তল্লাশী চালিয়ে ২ কোটি ৭১ লাখ ৫ হাজার ৪’শ টাকার টাকা মূল্যের বিভিন্ন প্রকার বাজি, বাসমতি চাউল, ফুচকা এবং কসমেটিক্স সামগ্রী মালিক বিহীন অবস্থায় আটক করা হয়। জব্দকৃত চোরাচালানী মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর