ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপি মনোনিত এমপি প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে আখাউড়া উত্তর ইউনিয়নের আজমপুর রেলওয়ে ষ্টেশন, আজমপুর বাজারসহ আশেপাশের এলাকায় মুশফিকুর রহমানের নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশনের নেতৃত্বে এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। আজমপুর ষ্টেশনে ট্রেনযাত্রীদের মাধ্যমে লিফলেট বিতরণ শুরু হয়। পরে আজমপুর বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এসময় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে মুশফিকুর রহমানের সালাম জানানো হয় এবং ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান নেতাকর্মীরা।
পরে আজমপুর বাজারে পথসভারসভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে। ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল ফারুক বকুল, সাবেক পৌর কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মন্তাজ মিয়া, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম তুরান, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আলআমিন ভূইয়া, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন, উপজেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুরশিদ খান, যুবদল নেতা ইউসুফ চৌধুরী লুৎফুর রহমান প্রমুখ। এছাড়াও উপজেলার মনিয়ন্দ, ধরখার ও দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন স্থানে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে মুশফিকুর রহমানের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর